মোংলা-পিরোজপুরে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র ও চোরাই মালামাল জব্দ

মাসুদ আল হাসান, প্রতিনিধি :
মোংলা ও পিরোজপুরে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংস্থার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশ মিলে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
অপরদিকে, সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোসংলগ্ন কাঠাখাল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিনচালিত ফাইবার বোট থেকে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত আনুমানিক ২০ লাখ ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এসবের মধ্যে ছিল ২,২২০ লিটার পোড়া মবিল, একটি ইলেকট্রনিক মোটর, তিন বস্তা কফি মিক্স, ছয় বান্ডিল ওয়্যার রোপ ও চোরাই কাজে ব্যবহৃত বোট।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র ও মালামাল আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।