শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের অনুদান বিতরণ

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো: ফিরোজ সরকার মহানগরীর ৭৪টি পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দিয়েছেন।
প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, দুর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের মধ্যে আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে এবং এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করে। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান এবং পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও প্রবেশ পথের স্বচ্ছতা ও প্রশস্ততা নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রশাসক ৬ লক্ষ ৫০ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।