সংবাদ শিরোনাম

শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউ দখলমুক্ত

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন   |   জেলার খবর

শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউ দখলমুক্ত

খুলনা প্রতিনিধি :

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগে নগরীর শেরে বাংলা সড়ক ও কেডিএ এভিনিউ এলাকায় দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে পথচারীরা নির্বিঘ্নে চলাচলের সুযোগ পান।

অভিযানকালে কেসিসি’র কর্মকর্তারা জানান, নগরীর প্রধান সড়ক ও ফুটপাতগুলোকে দখলমুক্ত রাখতে এ কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে। পথচারীদের স্বাচ্ছন্দ্য ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

স্থানীয়রা কেসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত দখলমুক্ত হওয়ায় জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে।