সংবাদ শিরোনাম

কুয়েটে শিক্ষক লাঞ্ছনা: পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন   |   জেলার খবর

কুয়েটে শিক্ষক লাঞ্ছনা: পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২

খুলনা প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনার ঘটনার সাত মাস পর পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৩২ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২১ সেপ্টেম্বর রবিবার ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২২ সেপ্টেম্বর সোমবার শাস্তিপ্রাপ্তদের হাতে চিঠি তুলে দেওয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে এমএসসি শিক্ষার্থী সালিম সাদমানকে এক বছরের জন্য এবং লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শান্ত ইসলাম ও মো. হৃদয়, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের সাফওয়ান আহমেদ ইফাজকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতে শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। পরবর্তীতে তদন্তে অভিযুক্তদের নাম উঠে আসে এবং শিক্ষা মন্ত্রণালয় উপাচার্যকে অব্যাহতি দেয়। দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কুয়েটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়।