খুলনায় ড্রেনের স্লাব ভেঙে কাজ বন্ধ, ঝুঁকিতে কয়েক হাজার শিক্ষার্থী ও পথচারী

খুলনা প্রতিনিধি :
খুলনা নগরীর পিটিআই মোড়ের আহসান আহমেদ সড়কে ড্রেনের ওপর স্লাব ও ফুটপাত ভেঙে ফেলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবে ভাঙার পর নতুন করে স্লাব নির্মাণের কাজ শুরু না হওয়ায় সড়কের একপাশ এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ১০/১২ হাজার শিক্ষার্থীসহ অসংখ্য পথচারীকে কোনো সতর্কীকরণ সংকেত ছাড়াই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
কেসিসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকা ওই অংশে নতুন করে স্লাব ও ফুটপাত নির্মাণে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়। কার্যাদেশ দেওয়া হয় শহীদ এন্টারপ্রাইজকে। প্রায় দুই সপ্তাহ আগে পুরোনো স্লাব ভাঙা হলেও এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙার কাজ তদারকিতে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে দেখা গেলেও নির্মাণকাজে তেমন অগ্রগতি নেই।
আহসান আহমেদ সড়ক ঘেঁষে রয়েছে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা করোনেশন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা শিশু বিদ্যালয়সহ তিন ডজনেরও বেশি কোচিং সেন্টার ও প্রাইভেট ব্যাচ। প্রতিদিন অন্তত ১০ হাজার শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে। ফুটপাত ও স্লাব ভাঙা থাকায় তাদের পথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষাকালে পানি জমে গেলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ে।
অভিভাবক সিদ্দিকুর রহমান অভিযোগের সুরে বলেন, “শিশুদের যাতায়াতের স্থান নিয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল। দ্রুত ড্রেন ও ফুটপাতের কাজ শেষ করা জরুরি।”
এব্যাপারে কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম বলেন, “পূজোর মধ্যে সড়কে কাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং পূজার পর দ্রুত কাজ শুরু হবে ও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।”##
মাসুদ