বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা: জ্ঞানের ভাণ্ডারে উৎসবের আমেজ

নজরুল ইসলাম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রাঙ্গণে শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। আজ থেকে প্রায় ১০ দিন আগে শুরু হওয়া এক মাসব্যাপী এই আয়োজন ইতোমধ্যেই পাঠক-দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে।
বইপ্রেমীরা পছন্দের কুরআন শরীফ, হাদিস, সিরাত, শিশুতোষ ইসলামী সাহিত্য থেকে শুরু করে বিভিন্ন গবেষণাধর্মী গ্রন্থ কিনে সন্তুষ্টি প্রকাশ করছেন। সুলভ মূল্যে প্রিয় বই হাতে পেয়ে ক্রেতাদের মুখে ফুটে উঠছে আনন্দ ও উচ্ছ্বাস।
মেলায় অংশ নেওয়া প্রায় ২০০টিরও বেশি স্টলের মধ্যে রয়েছে এমদাদিয়া লাইব্রেরি, দারুল উলুম লাইব্রেরি, ছোলেমানিয়া বুক হাউস, সেফা মডার্ন ফার্মা, মুসলেম লাইব্রেরি, কুরআন রিসার্চ ফাউন্ডেশনসহ আরও বহু প্রকাশনা প্রতিষ্ঠান। অনেক স্টলে চলছে বিশেষ ছাড় ও অফার, যা ক্রেতাদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি আনন্দও মেলে।
সবশেষে জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক বইমেলার অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জানান, পাঠক-দর্শনার্থীদের বিপুল সাড়া ও উৎসবমুখর পরিবেশ বিবেচনায় মেলার সময়সীমা আরও কিছুদিন বাড়ানোর চিন্তাভাবনা চলছে।