সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ব্যবসায়ী

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ব্যবসায়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

এক গরু ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এর আগে রোববার বিকালে তাকে অচেতন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহানন্দা বাসস্ট্যানন্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।   

ওই ব্যবসায়ীর নাম বদর আলী। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা গ্রামের ইসারুল হকের ছেলে।

বদর আলীর ভাই কামাল উদ্দীন জানান, রোববার বিকালে অচেতন অবস্থায় মহানন্দা বাসস্ট্যান্ডের কাছে বদর আলীকে দেখতে পান পথচারীরা। তার কাছে থাকা মোবাইল ফোন থেকে পথচারীরা কল করে পরিবারের সদস্যদের জানান বিষয়টি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


কামাল উদ্দীন আরও বলেন, বদর আলী গরুর ব্যবসা করেন। গতকাল রাজশাহীর সিটি হাটে গিয়েছিলেন  আগের গরু বিক্রির টাকা আনতে। টাকা নিয়ে ফেরার সময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তবে তার কাছ থেকে কি পরিমাণ টাকা বা অন্য কিছু খোয়া গেছে তা এখনও বোঝা যাচ্ছে না। তার জ্ঞান ফিরলে জানা যাবে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, রাজশাহী থেকে ফেরার সময় পাশে থাকা এক ব্যক্তি তাকে কিছু খাইয়েছিলেন বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী থানার আওতধীন এলাকায়। তাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে গোদাগাড়ী থানা।