সংবাদ শিরোনাম

খুলনায় খুমেক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় খুমেক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খুলনা প্রতিনিধি :

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর  মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে,গতকাল সোমবার রাতে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে তাকে বিষপান করা অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়। পরে ভোরে তিনি অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ি থেকে পড়ে যান। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।