সংবাদ শিরোনাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন   |   জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro) সাক্ষাৎ করেন।

উপদেষ্টা ফারুক ই আজম দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে আগ্ৰহ প্রকাশ করেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায়  ইতালিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

          সাক্ষাৎকালে তাঁরা উভয়ে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। 

         এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন Federico Zamparclli, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ মন্ত্রণালয় এবং ইতালির দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।