সংবাদ শিরোনাম

সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের বিষয়ে ৬ অক্টোবর আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন   |   জাতীয়

সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের   বিষয়ে ৬ অক্টোবর আগ্রহী পক্ষগণের গণশুনানি অনুষ্ঠিত হবে

ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর):

সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের বিষয়ে আগামী ৬ অক্টোবর আগ্রহী পক্ষগণের গণশুনানি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৬৩ নিউ ইস্কাটন রোড ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ. কে. এম. শামসুল হক খান মেমোরিয়াল (অডিটোরিয়াম) হলে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (তিতাস গ্যাস), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বাখরাবাদ গ্যাস), জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জালালাবাদ গ্যাস) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কর্ণফুলী গ্যাস)-এর সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবের ওপর এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গণশুনানি-পূর্ব লিখিত মতামত কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, গণশুনানিতে অংশগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে নাম তালিকাভুক্তির অনুরোধ করা হয়েছে।

তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে অনুষ্ঠেয় গণশুনানিতে অংশগ্রহণপূর্বক ওপরে বর্ণিত লাইসেন্সীসমূহের প্রস্তাবের বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।

সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুননির্ধারণের প্রস্তাবসমূহের অনুলিপি অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।  এছাড়া, কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd থেকেও ডাউনলোড করা যাবে। আগ্রহী পক্ষগণকে গণশুনানিতে অংশগ্রহণ বা উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।