খুলনা শহরে কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক কার্যক্রম শুরু

খুলনা প্রতিনিধি :
খুলনা বিশেষায়িত হাসপাতালের উদ্যোগে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের অভ্যন্তরের কুকুরদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এই কার্যক্রম নগরীতে অব্যাহত থাকবে।
এছাড়া কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে এবং নগরকে পরিচ্ছন্ন রাখার জন্য সড়কে ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, টিকা কার্যক্রম চলাকালীন নাগরিকরা তাদের সুবিধাজনক সময়ে অংশ নিতে পারেন এবং শহরের পরিবেশ সচেতনতার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারেন।