সংবাদ শিরোনাম

যশোরে শারদীয় দুর্গা উৎসব-২০২৫: জেলা পুলিশ নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে শারদীয় দুর্গা উৎসব-২০২৫: জেলা পুলিশ নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে যশোর জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ সুপার রওনক জাহান পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন, যে জেলায় মোট ৭০৬টি পূজা মণ্ডপকে চারটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শুরুর রাত থেকে ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি স্বতন্ত্র টিম, ৪০টি মোবাইল টিম এবং ১৭২টি মোবাইল টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথ বাহিনী।

পুলিশ সুপার জানান, প্রতিটি মণ্ডপে পূজা পরিষদের স্বেচ্ছাসেবী ও সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার ক্রাইম টিম সক্রিয় থাকবে। বিশেষ নজরদারি থাকবে বেশি ভিড়পূর্ণ মন্দিরগুলোতে।

তিনি আরও বলেন, কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১ এবং জেলার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।