সংবাদ শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে ২৭ লাখ টাকার বেশি মূল্যের গ্যাস সাশ্রয়

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন   |   জেলার খবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে ২৭ লাখ টাকার বেশি মূল্যের গ্যাস সাশ্রয়

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর):

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী  ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বিপুল পরিমাণ গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

ঢাকার কামরাঙ্গীরচরে বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে আটটি অবৈধ খানাডুলি কারখানা এবং দুইটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে প্রায় ১৪০ ফুট জিআই পাইপ, ৫০ ফুট হুজ পাইপ এবং একটি কম্প্রেসর/বুস্টার সেট জব্দ করা হয়। এ অভিযানের মাধ্যমে মাসিক প্রায় ১০ লাখ ২৭ হাজার ২৪ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হয়েছে। সর্বমোট ১১টি সার্ভিস লাইন উৎসে বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জের বন্দর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৪৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এ অভিযানে প্রায় এক হাজার আবাসিক এবং একটি বাণিজ্যিক সংযোগসহ মোট এক হাজার ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান থেকে প্রতিদিন প্রায় ৫৮ হাজার ১৪৫ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হয়েছে, যার মাসিক পরিমাণ প্রায় ১৬ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা। 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে।