সংবাদ শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কাজে লাগিয়ে দেশ গড়তে হবে --- সমাজকল্যাণ উপদেষ্টা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন   |   জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কাজে লাগিয়ে দেশ গড়তে হবে --- সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট):

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্স আয়োজিত ‘কাউন্সেলিং ইউনিট ও সাইবার সেফটি ইউনিট’ এর কার্যাবলি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা জানান।

সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তরুণ কিশোরদের অদম্য স্পৃহার কারণে আন্দোলন সফল হয়। তরুণদের মধ্যে কোনো অলসতা নেই, আছে শুধু উদ্যম ও স্পৃহা।

উপদেষ্টা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। তাদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রয়েছে।

শারমীন এস মুরশিদ বলেন, তরুণদেরকে উৎসাহিত করে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে যেতে হবে। তাদেরকে দিয়েই ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের চিফ ইসমত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।