সংবাদ শিরোনাম

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিঃ কর্তৃক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি টাকার চেক হস্তান্তর

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন   |   জাতীয়

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিঃ কর্তৃক  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাকা, ৯ ভাদ্র (২৪ আগস্ট):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজ তাঁর দপ্তরে সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে ১ কোটি ৮২ লাখ ১০ হাজার ৩৭১ টাকার  চেক গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী বাৎসরিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে এই অর্থ প্রদান করে।  

শ্রম সচিব কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমাকৃত এ অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে।

চেক হস্তান্তরকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।