খুলনায় অবৈধ দখলদার অপসারণ অভিযান, জরিমানা আদায়

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আজ ২৪ সেপ্টেম্বর বুধবার শেরে বাংলা রোড ও সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ দখলদার অপসারণ অভিযান চালিয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সড়ক ও ফুটপাথে রাখা পাথর, ইট, খোয়া ও বালু জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে ইজিবাইক মেরামতের অপরাধে মিস্ত্রি মো: আরাফাত ও তৌসিক হোসেনকে ২ হাজার টাকা এবং ফুটপথে মটরসাইকেল মেরামতের অপরাধে মিস্ত্রি নজরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়াও, সড়ক ও ফুটপথে থাকা অবৈধ স্থাপনাগুলোও অপসারণ করা হয়েছে।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেছেন। কেসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।