সংবাদ শিরোনাম

দীর্ঘ ১৬ বছর পর দিঘলিয়া উপজেলা বিএনপির সম্মেলন আগামীকাল

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর

দীর্ঘ ১৬ বছর পর দিঘলিয়া উপজেলা বিএনপির সম্মেলন আগামীকাল

খুলনা জেলা প্রতিনিধি :

২০০৯ সালের পর দীর্ঘ ১৬ বছর পর দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, সম্মেলনকে সফলভাবে আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এবারের নির্বাচনে সরাসরি কাউন্সিলারদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

সম্মেলনে মোট তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে: সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি: এম. সাইফুর রহমান মিন্টু, ডা. হাফিজুর রহমান

সাধারণ সম্পাদক: আব্দুল রকিব মল্লিক, নাজমুল মল্লিক

সাংগঠনিক সম্পাদক: মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জিয়াউর রহমান, মো. আকিদুল শরীফ, শরীফ ইমাদুল, মো. সাদ্দাম হোসেন

নির্বাচন পরিচালনার জন্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটগ্রহণ দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২৮৪ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ প্রতীক্ষার পর এই সম্মেলনকে দলের নতুন সংগঠন ও শক্তিশালী রাজনৈতিক ভূমিকা তৈরির সুযোগ হিসেবে দেখছেন।