গ্যাস চুরি রোধে অবৈধ সংযোগ উচ্ছেদে তিন জেলায় অভিযান

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় গতকাল ঢাকার কেরাণীগঞ্জে, নারায়ণগঞ্জ এবং সাভারে গ্যাস চুরি রোধের লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়।
সাভারের আশুলিয়া এলাকায় পরিচালিত অভিযানে দুটি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানে ইকো ড্রাই লন্ড্রি, এইচপি ডেনিম টেকনোলজি এবং গ্রীণ লন্ড্রি নামের তিনটি প্রতিষ্ঠানের ৩টি অবৈধ বাণিজ্যিক সংযোগ এবং ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিচালিত অভিযানে ঢাকেশ্বরী রোড ও জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৩০টি আবাসিক এবং কিছু বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় ৩টি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরায় পরিচালিত অভিযানে তিনটি নামবিহীন অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩টি বুস্টার, ২টি পাইপ বার্নার এবং ২৬০ ফুট জিআই পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এসব অভিযানের মাধ্যমে মোট একুশ লাখ একষট্টি হাজার একশত নিরানব্বই টাকার গ্যাস চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।