সংবাদ শিরোনাম

গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতি বরখাস্ত

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন   |   জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতি বরখাস্ত

ঢাকা, ১৫ শ্রাবণ (৩০ জুলাই):


গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলার তদন্তে প্রমাণিত হওয়ায় ও সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে এবং রাষ্ট্রপতির অনুমোদনে পৃথক সময়ে জারিকৃত প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ কর্মকর্তাদের চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।    

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ) মনিরুজ্জামান মনি; উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ) আবদুল্লা আল মামুন; উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ) মোছাঃ রাহানুমা তাজনীন; নির্বাহী প্রকৌশলী (ই/এম) (চ:দা:), (রিজার্ভ) ফারহানা আহমেদ; সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ) মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।   

মনিরুজ্জামান মনি টরেন্টো ইউনিভার্সির্টিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডক্টোরাল প্রোগ্রামে অংশগ্রহণ করে ২০১৭ এর ১ সেপ্টেম্বর থেকে ২০২৩ এর ৩১ আগস্ট পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ২০২৩ এর 

১ সেপ্টেম্বর থেকে অনুমতিবিহীন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আবদুল্লা আল মামুন পিএইচডি ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ২০২৩ এর ১ জানুয়ারি থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মোছাঃ রাহানুমা তাজনীন ইউনিভার্সিটি অব ওয়াইওমিংয়ে মাস্টার অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০২১ এর 

১ আগস্ট থেকে ২০২৩ এর ৩১ জুলাই পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফারহানা আহমেদ রাইয়ার্সন ইউনিভার্সিটিতে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০২০ এর ২৫ সেপ্টেম্বর থেকে ২০২২ এর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মফিজুল ইসলাম ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে এমএস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০২৩ এর 

২০ ডিসেম্বর থেকে ২০২৪ এর ১৮ ডিসেম্বর পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। শিরাজী তারিকুল ইসলাম গত ২০২২ এর ১২ মে থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে ছিলেন।  

এ সকল কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী যথাক্রমে ২০২৫ এর ২১ এপ্রিল, ১৫ মে, ২ জুলাই, ৮ জুলাই, ২৭ জুলাই এবং ২১ মে চাকরি হতে বরখাস্ত করা হয়।