সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: 

শুক্রবার (৪ জুলাই) সকালে ভোরের উপজেলার বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুত্র ইয়াসীন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছিরউদ্দিন জানান, বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকার মাহবুবুলের ছেলে ইয়াসিন সৌদি আরব ছিলেন। সেখানে তার মানসিক সমস্যা দেখা দিলে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে আসার পর থেকে গত দুই বছর ধরে তাকে ঢাকার মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু মাঝে মাঝে সে উত্তেজিত হয়ে অশোভন আচরণ করলে ঘরের ভিতর বেঁধে রাখা হতো।

এদিকে শুক্রবার সকালে কৌশলে বাধন খুলে ইয়াসীন ঘরে থাকা হাতুড়ি দিয়ে তার ঘুমন্ত বাবা মাহবুবুলের মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান: তিন চীনা নাগরিকসহ ছয় জনের কারাদণ্ডআশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান: তিন চীনা নাগরিকসহ ছয় জনের কারাদণ্ড

ওসি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে