সোনারগাঁয়ে জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আলহাজ্ব আলমগীর হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মেহেদী হাসান

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপি’র সহযোগী সংগঠন জিয়া পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ আলমগীর হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মেহেদী হাসানকে। নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি রোটারিয়ান নাজির আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সান্মান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন বাহার, এসএম বদরুল হাসান বাবু, রমজান ভূইয়া, হাবিবুর রহমান, জাকির হোসেন, মেহেদী হাসান, মোঃ আফজাল, এনামুল হক, সোহরাব হোসেন ভূঁইয়া, নুরুল হক মোল্লা, হুমায়ুন কবির, হালিম, মোঃ ইব্রাহিম ও আমির হোসেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটি সোনারগাঁওয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে কাজ করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নানামুখী কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন তারা।