চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার কৃষক ও প্রতিষ্ঠানে কৃষি প্রণোদনা বিতরণ: শিবগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও চারাসহ বিভিন্ন কৃষিযন্ত্র হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায়
৩ হাজার ১০ জন কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা
ও কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ উপজেলা
পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এই প্রণোদনা বিতরণ
কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার
আলী।
উপজেলা
কৃষি কর্মকর্তা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন
খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষিকে লাভজনক করে তোলা। এতে কৃষকরা যেমন উপকৃত হবেন,
তেমনি জাতীয় খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
কর্মসূচির
আওতায় ৩১০ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি
সার প্রদান করা হয়। এছাড়া ২০০ জন কৃষককে বিভিন্ন শাকসবজির বীজ ও সার, ৪৫ জনকে শীতকালীন
পেঁয়াজের কন্দ ও সার, ৭০টি প্রতিষ্ঠানকে তাল চারা, ১৭টি প্রতিষ্ঠানকে নারিকেল চারা,
১৫০ জন কৃষককে লেবু চারা, ১ হাজার ৯০০ জন কৃষককে কাঠাল, নিম, বেল ও জাম চারা, ৩০০ পরিবারকে
আম চারা এবং ১৮ জন কৃষককে আধুনিক এয়ার ফ্লো মেশিন (পেঁয়াজ সংরক্ষণের যন্ত্র) বিতরণ
করা হয়েছে।
এসময়
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ
হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত
ছিলেন ।