চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
আজ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশনের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়। এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা এবং মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
দিবসটি ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা মন্তব্য করেন।