ছয় দফা দাবিতে শিবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ জেলাপ্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। চাকরির গ্রেড উন্নীতকরণসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৫৭ জন স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. রাকিব রায়হান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি নুরুন্নাহার শাপলা ও মিজানুর রহমান।
নেতারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তারা বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার। তারা জানান, নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি এবং ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উত্তরণসহ মোট ছয়টি দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও তার বাস্তবায়ন হয়নি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।