সংবাদ শিরোনাম

ভোরের আলো ফোটার আগেই থমকে গেল রাজুর জীবন

 প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৪১ অপরাহ্ন   |   জেলার খবর

ভোরের আলো ফোটার আগেই থমকে গেল রাজুর জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহমেদ (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু আহমেদ নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে। তিনি গত রবিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা সোমবার সকালে সড়কের পাশে রাজুর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাজুকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।