সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জুন: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এক বর্ণাঢ্য কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী এই কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বড়পর্দায় সেটি উপভোগ করেন স্থানীয় কাব সদস্যরা।

এই আয়োজনে জেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন কাব সদস্য অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা স্টেশনভিত্তিক বিভিন্ন খেলাধুলা ও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করে দিনভর আনন্দে মেতে ওঠে। পাশাপাশি তারা আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিভিন্ন বাগান, প্রদর্শনী প্লট ঘুরে দেখে এবং আমের নানা জাত সম্পর্কে পরিচিত হয়।

কার্নিভাল উপলক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ডিআরসি হেলাল উদ্দীন শেখ নাসিম।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।