সংবাদ শিরোনাম

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরির্দশনে স্বাস্থ্য উপদেষ্টা

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন   |   জাতীয়

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরির্দশনে স্বাস্থ্য উপদেষ্টা

নবাবগঞ্জ (ঢাকা), ১ ভাদ্র (১৬ আগস্ট):

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ আকস্মিক পরির্দশন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। 

এর আগে উপদেষ্টা মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিসিক কেমিক্যাল শিল্পপার্কে সরকারি ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের চলমান প্রকল্প পরির্দশন করেন। পরে তিনি নবাবগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় মনোযোগী হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। গ্রামের সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যার কথা শুনেন। পরে উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলমান আছে। এছাড়া চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স নিয়োগ বাড়াতে সরকার কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।