সংবাদ শিরোনাম

নারীদের কাজের পরিমাণ অনুযায়ী মূল্য ও স্বীকৃতি দেওয়া হয় না -- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন   |   জাতীয়

নারীদের কাজের পরিমাণ অনুযায়ী মূল্য ও স্বীকৃতি দেওয়া হয় না -- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর): 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, মানবসভ্যতার উৎকর্ষ ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারী ও পুরুষ উভয়ের অবদান রয়েছে। বিবিএস-এর ২০২১ সালের জরিপ অনুযায়ী নারীরা গড়ে পুরুষের তুলনায় ৭ দশমিক ৩০ গুণ বেশি সময় অবৈতনিক কাজ বা গৃহস্থলী ও যত্নমূলক কাজে ব্যয় করেন। কিন্তু নারীরা যে পরিমাণ কাজ করে তার মূল্যায়ন এবং স্বীকৃতি দেওয়া হয় না।

উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত ‘Unpaid Household Production Satellite Account of Bangladesh’ বিষয়ক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারীর অদৃশ্য অবদানসমূহ সামনে আনতে হবে। এ লক্ষ্যে বিবিএস এবং ইউএন উইমেন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ গবেষণায় নারীর অবৈতনিক কাজ দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই কাজে স্বীকৃতি দেওয়া জরুরি তা প্রতিফলিত হয়েছে। 

শারমীন এস মুরশিদ বলেন, নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি দেওয়ার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কাঠামো গড়ে তুলতে হবে। যার মাধ্যমে আইনসমূহকে সমন্বিত করে অধিকারভিত্তিক দৃষ্টিকোণ থেকে অবৈতনিক কাজ হ্রাস ও পুনর্বণ্টনে পদক্ষেপ গ্রহণে কাজ করা হবে। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক নীতিতে যত্নমূলক কাজ বা কেয়ারকে সংযুক্ত করার জন্য রাজস্ব, শ্রম এবং সামাজিক সুরক্ষা নীতিতে জেন্ডারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা, কর্মসূচি ও বাজেট প্রণয়ন করা প্রয়োজন। বেসরকারি খাতকে সম্পৃক্ত করে মর্যাদাপূর্ণ কেয়ার গিভিং চাকরি, জেন্ডার সমতাভিত্তিক কর্মক্ষেত্র নীতি এবং কেয়ার অবকাঠামোতে বিনিয়োগকে উৎসাহিত করা উচিত। 

অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, ইউ এন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলী সিং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক মোঃ ইমদাদুল হক, উপপরিচালক আসমা আক্তার এবং ইউএন উইমেন এর প্রোগ্রামার নুবায়রা জাহিন এ বিষয়ের ওপর বক্তৃতা করেন।