স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সাথে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ

ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানি বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন ও বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। ফিলিস্তিনের সাথে যে কোনো বিষয়ে আমরা কাজ করতে প্রস্তুত।
ফিলিস্তিনের প্রধান বিচারপতি তাঁর দেশের কৃষি উৎপাদন ও রপ্তানিমুখী কৃষি পণ্য বিষয়ে অবহিত করে বলেন, তার দেশ বাংলাদেশে রপ্তানিমুখী ও অধিক উৎপাদনশীল ফসল উৎপন্ন করতে আগ্রহী। বাংলদেশে চাষযোগ্য জমি পেলে তাঁরা রপ্তানিমুখী বিভিন্ন উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে পারবে, এতে এদেশের কৃষি শ্রমিকদের কর্মসংস্থান হবে পাশাপাশি তাঁর দেশও লাভবান হবে।
ফিলিস্তিনের প্রধান বিচারপতির এ প্রস্তাবকে কৃষি উপদেষ্টা স্বাগত জানান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমানসহ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।