নতুন কুঁড়ি ২০২৫ এর আবেদনের সময়সীমা বর্ধিত

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):
বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিঁছিয়ে নেওয়া হয়েছে। তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশনে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রচার করা হবে। www.btv.gov.bd-ওয়েবসাইটে গিয়ে নতুন কুঁড়ি ২০২৫ এর ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি btvapplication.com লিখে enter দিয়ে অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। ইতঃপূর্বে যারা আবেদন করেছেন, তারাও পর্যায়ক্রমে ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। যেকোনো তথ্যের জন্য (অফিস চলাকালীন) ০১৩৩২-১২৫১৩৭, ০১৩৩২-১২৫১৩৮ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।