সংবাদ শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক পালন

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৩:২১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক পালন

নিউইয়র্ক, ১০ শ্রাবণ (২৫ জুলাই):

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ২২ জুলাই শোক বই উন্মুক্ত করা হয়। এতে প্রাণহানি ও আহতের ঘটনায় কনস্যুলেট জেনারেল গভীর শোক প্রকাশ করে। শোক বইটি ২৪ জুলাই পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া, এ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং শোকাহত পরিবারের জন্য শক্তি ও সান্ত্বনা কামনায় এদিন কনস্যুলেট জেনারেলে একটি বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এই হৃদয়বিদারক ঘটনাটি আমাদের সকলকে মর্মাহত করেছে। জাতি হিসেবে আমরা শোকে মুহ্যমান। তিনি ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উক্ত দোয়া অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।