কুমিল্লা কান্দিরপারে ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে বিশাল জনশে জুলুস

কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপারে শুক্রবার সকালে এক বিশাল জনশে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ জুলুসে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা আবদুল কাদের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এছাড়া কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব মো. শহীদুল্লাহ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজানসহ সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলুসটি কান্দিরপারের প্রধান সড়ক থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কান্দিরপারে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে ইসলামি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ প্রচারের আহ্বান জানা