সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন কর্মস‚চি। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মস‚চির আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ ছিলেন যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজন করে জোড়বাগান ও চাঁন্দলাই এলাকাবাসী, আর প্রচারণায় ছিল অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ ওএলাকাবাসী । মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বো”চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতেও জোর দেন বক্তারা।