সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও পানি বাড়ছে

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। সোমবার  সকাল ৯ টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এক লাফে পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী- সোমবার  সকাল ৯ টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ২০ দশমিক ২৫ মিটার। সেখানে ১৯ সেন্টিমিটার বেড়ে সোমবার  সকাল ৯ টায় পানির সমতল হয়েছে ২০ দশমিক ৪৪ মিটার। তবে এখনও পানি বিপৎসীমার ১ দশমিক ৬১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত চারদিন ধরে ধারাবাহিকভাবে পানি বাড়ছে পদ্মা নদীতে।  এ চার দিনে পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন জানিয়েছেন, আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা অববাহিকায় মাঝারী বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৫ দিন পদ্মা নদীতে পানির সমতল বাড়বে। তবে তা বিপৎসীশা অতিক্রম করার আশঙ্কা নেই। 

এর আগে মধ্য আগস্টে পদ্মা নদীর পানি বেড়ে সতর্কসীমা অতিক্রম করে। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন প্রায় ১০ হাজার মানুষ।