ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের ৪৭ বছর: কুমিল্লায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে কুমিল্লায়। কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। ইতিহাস-ঐতিহ্য আর সংগ্রামের ধারাবাহিকতায় আগামী দিনেও দল এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করবে।”
অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের শক্তিই আমাদের শক্তি।”
প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোঃ মোস্তাক মিয়া।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু এবং সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এসময় কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতারা বলেন, বিএনপি’র ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম, সাফল্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গৌরবগাঁথা।