সংবাদ শিরোনাম

২৪ এর গণঅভ্যুত্থান ইতিহাসের ধারাবাহিকতার একটি মাইলফলক- সমাজকল্যাণ উপদেষ্টা

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন   |   জেলার খবর

২৪ এর গণঅভ্যুত্থান ইতিহাসের ধারাবাহিকতার একটি মাইলফলক- সমাজকল্যাণ উপদেষ্টা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১২ ভাদ্র (২৭ আগস্ট):

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা নিয়ে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি আজও বাস্তবায়িত হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থান সেই ইতিহাসের ধারাবাহিকতার একটি মাইলফলক। 

আজ তার নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার নাসিরাবাদে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, বালুখেকোদের কারণে মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। নদী ভাঙনের অন্যতম কারণ নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন। নদী তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ একাধিক গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে দিন-রাত কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। উপদেষ্টা এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক দিদারুল আলম, বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, ইউএনও রাজিব চৌধুরী এবং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এ সময় উপস্থিত ছিলেন।