কেরাণীগঞ্জের শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করতে চাই- পানি সম্পদ উপদেষ্টা

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুভাঢ্যা খালকে আমাদের জাতীয় স্বার্থে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করতে চাই, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা।
উপদেষ্টা আজ ঢাকার কেরাণীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় শুভাঢ্যা খাল পাড়ে ‘ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তব কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শুভাঢ্যা খালটা গভীর করে খনন করা হবে। এখানে অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আর যেন অবৈধ দখল না হয় এজন্য খালের পাড় ঢালাই করে দিতে হবে। খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হবে যাতে আর কেউ এ খাল দখল করতে না পারে। আশা করি আজ থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে শেষ হবে। তিনি এ খাল পুনঃখননের কাজে সেনাবাহিনীকে পূর্ণ সহায়তার জন্য সকলকে আহ্বান জানান।
রিজওয়ানা হাসান আরো বলেন, এ খালের পানি নীল-স্বচ্ছ করতে হলে কারখানার বর্জ্য, পয়োঃবর্জ্য ফেলা বন্ধ করতে হবে। এছাড়া, গৃহস্থালীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেন, শুভাঢ্যা খাল এ এলাকার ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ যা পানি প্রবাহে অন্যতম প্রাণভোমরা। অতীতে খালটি ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ পানি নির্গমন পথ। কৃষি ও মৎস্য আহরণের সাথেও জড়িত ছিল এ খাল।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে যা জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে, জলজ ও জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ ও দুর্গন্ধ কমবে। অসাধু ভূমিদস্যু যেন খাল দখল এবং কোন অংশ ভরাট করতে না পারে এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়া, তিনি খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু: হাসান-উজ-জামান। এছাড়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: এজাজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।