সংবাদ শিরোনাম

ঢাকা-সিলেট মহাসড়কে যেন মরণফাঁদ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন   |   জেলার খবর

ঢাকা-সিলেট মহাসড়কে যেন মরণফাঁদ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ সোমবার সকাল দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া এলাকায় পিকআপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ক এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বেপরোয়া যান চলাচল ও সঠিক নজরদারির অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।