চাঁপাইনবাবগঞ্জ বানভাসিদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়

চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রতিনিধি:
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ
জেলা সমিতির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া, বাতাসী
মোড়, নিশিপাড়াসহ বানভাসী কয়েকটি এলাকায় প্রায় ৬ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
করা হয়েছে।
আজ এ সমিতির সহসভাপতি মেজর
(অব.) মো. আমিরুল ইসলামের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর
প্রতি ব্যাগে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ,
১ কেজি চিড়া ও আধা কেজি গুড়।
সমিতির সহসভাপতি বানভাসী
মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আপনাদের
সাময়িক সহায়তার জন্য ত্রাণ সামগ্রী এনেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য
এটা পর্যাপ্ত নয়, কিন্তু সাময়িক সময়ে আপনাদের উপকারে আসবে তাতে আমাদের উদ্দেশ্য সফল
হবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে
উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. নাজির আলী, সমিতির প্রচার ও প্রকাশনা
সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য
মো. আনোয়ারুল ইসলাম মাসুম ।
এছাড়া, গতকাল ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ
জেলা সমিতি শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ৬০০
মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে।