সংবাদ শিরোনাম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে গণসংযোগ করলেন বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন   |   জেলার খবর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শিবগঞ্জে গণসংযোগ করলেন বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ, বালিয়াদীঘি, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে বেলাল ই বাকী ইদ্রিশী বলেন, দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নই হলো জনগণের মুক্তি ও দেশের উন্নয়নের একমাত্র পথ। শাসন ব্যবস্থার ভেঙে পড়া কাঠামো পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে এ অঞ্চলের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও উন্নয়ন হয়নি। আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং জনগণ আমাকে সমর্থন দেন, তাহলে শিবগঞ্জকে সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করব।

এসময় তিনি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে স্থানীয় জনসাধারণ তারেক রহমানের দফাগুলোকে সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং বিএনপি নেতার প্রতি আস্থা প্রকাশ করেন।