সংবাদ শিরোনাম

সোনারগাঁয়ে গৃহবধূ শোভা খুন, স্বামীর বিরুদ্ধে হত্যা অভিযোগ

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন   |   জেলার খবর

সোনারগাঁয়ে গৃহবধূ শোভা খুন, স্বামীর বিরুদ্ধে হত্যা অভিযোগ

জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের গৃহবধূ শোভা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে গৃহবধূ শোভার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বুধবার (৩০ জুলাই) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত, তারা প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি লেগে থাকত। শোভার মা মানসুরা বেগম বলেন, আজ অন্যদিনের মত দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান। কিছুক্ষণ পরে মেয়ের ঘরে কোন সারা শব্দ না পেয়ে, দরজা খুলে দেখি শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তিনি আরো বলেন, আমার মেয়েকে হত্যা করে রায়হান শোভার দেহ ঘরে ঝুলিয়ে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।

শোভার মামাতো ভাই সিফাত জানান, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মসুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই করুন। তাদের সংসারে আর্থিক অভাব অনটনের দিন যাপন করছে, এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান  চলছে।