চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ: নিখোঁজ এক বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে
অবৈধ অনুপ্রবেশ: নিখোঁজ এক বাংলাদেশি
আশরাফুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে
নিখোঁজ বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন
মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি। শনিবার রাতে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের
জোহরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেন নি এবং তার কোন খোঁজও
মিলছে না। নিজস্ব গোয়েন্দার কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত
করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট
কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ
রিংকু বলেন, মোহাম্মদ লাল চান সাতরশিয়া ওয়াহেদপুরের মোঃ শাহজাহানের ছেলে । শনিবার রাতে
কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫ এর নিকট দিয়ে অতিক্রম
করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। এই বিষয়ে প্রতিপক্ষ ৭১
ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সাধে যোগাযোগ প্রক্রিয়াধীন। তবে স্থানয়রা জানান,
শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তারা।
অন্যরা
ফিরে আসলেও লাল চান ফিরে আসেন নি। সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর
খবর নিশ্চিত করে কেউ বলতে পারেন নি।