সংবাদ শিরোনাম

দেশব্যাপী 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' উদ্যাপনের লক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে সমন্বয় কমিটি গঠন

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন   |   জাতীয়

দেশব্যাপী 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' উদ্যাপনের লক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে সমন্বয় কমিটি গঠন

ঢাকা, ১ আশ্বিন (১৬ সেপ্টেম্বর):  

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে সুষ্ঠু সমন্বয় নিশ্চিতকল্পে দেশের সকল সিটি কর্পোরেশন পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক সিটি কর্পোরেশনে মেয়র/প্রশাসক কে সভাপতি এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কে সদস্য  সচিব হিসেবে মনোনয়ন প্রদান  করে দশ সদস্যের এ কমিটি গঠন করা হয়।   

কমিটির কার্যপরিধিসমূহ হলো- টাইফয়েড জ্বর প্রতিরোধে আসন্ন 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' সফলভাবে সম্পন্ন করতে কার্যক্রম গ্রহণ; টাইফয়েড টিকা গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি, প্রচার প্রচারণা এবং লজিস্টিক সহায়তা প্রদান; টিকাদান কেন্দ্র স্থাপন ও পরিচালনা, টিকা পরিবহন ও টিকাদান কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ; প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণী/সমমানের সকল শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ ডোজ টাইফয়েড টিকা গ্রহণে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং জনগণকে উদ্ধধুকরণ; এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তা/বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে কো-অপ্ট করতে পারবে। 

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর হতে আঠারো দিনব্যাপী সারাদেশে 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' উদযাপন উপলক্ষ্যে শিশুদের টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার হ্রাসকল্পে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী সকল শিক্ষার্থীকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।