খুলনায় চাঁদাবাজ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে আলমগীর হোসেন রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার জামিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বিকেল ৩টার দিকে ৫-৬ জন মুখোশধারী তিনটি মোটরসাইকেলযোগে জামিরা বাজারে এসে দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে যায়। এরপর তারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং জীবননাশের হুমকি দেয়। খবর পেয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফুলতলা—শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেল সাড়ে ৪টার দিকে পাশের টোলনা গ্রামের বাড়ি থেকে রানা নামে ওই যুবককে ধরে এনে জামিরা চৌরাস্তা মোড়ে গণপিটুনি দেয়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পরিবারের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা ফের মারধর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।