চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই চামারপাড়া মহল্লার রবিদাস পরিবারের ৩০ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেয়া হয়। আজ বিকেলে চাঁদলাই মিরের বাগান এলাকায় শাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সহসভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক মনোয়রা খাতুন, সহসম্পাদক ছবি রানী, সদস্য বিলকিস চৌধুরী, নাদিরা বেগম, শাহনাজ রুমী, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চামারপাড়া মহল্লার মোড়ল নিত্য দাস।
৬২ বছর বয়সী বিধবা নারী চঞ্চলা রবিদাস বলেন ‘হামারঘে এ পাড়ার বিধবা নারী বা ছ্যালাপিল্যাকে পূজা উপলক্ষে কেহু কুনুদিন কোন শাড়ি-কাপড় বা পোশাক দেয়নি। হামারঘে কথা কেহু ভাবে না। কিন্তু আইজ পূজা উপলক্ষে হামরা শাড়ি পাইনু। কিযে ভালো লাগছে কহ্যা বুঝাইতে পারবো না। যারা কাপড় দিল তারঘে লাইগ্যা ম্যালা ভালোবাসা।’
সংগঠনের সভাপতি ফারুকা বেগম বলেন, আমরা কিছু নারীরা মিলে জাগো নারী বহ্নিশিখা নামের একটি সংগঠন করেছি। আমাদের উদ্দেশ্য অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে ও পূজায় আমরা দরিদ্র নারীদের মধ্যে কাপড় বিতরণ করে থাকি।