সংবাদ শিরোনাম

মুরাদনগরে স্মার্ট হেলথ ক্যাম্পে ২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন   |   জেলার খবর

মুরাদনগরে স্মার্ট হেলথ ক্যাম্পে ২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আয়োজন করা হলো দিনব্যাপী স্মার্ট হেলথ ক্যাম্প। এ উদ্যোগের মাধ্যমে এলাকার প্রায় দুই হাজার দরিদ্র ও প্রান্তিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যসেবা কার্যক্রমটি পরিচালনা করে সেবামূলক সংগঠন ফিউচার মুরাদনগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই তরুণ ব্যবসায়ী কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা, জেসিআই লোকালের প্রেসিডেন্ট এবং ক্রোয়েশিয়া বাংলাদেশের কনসুল জেনারেল কাজী শাহ মোজাক্কের আহম্মেদুল হক (ইসমাম)।

ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা পরিচালক নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তৌফিক মীর, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান ইয়াসিন, গোলাম দস্তগীর রাসেল, মাসুম ভূঁইয়া, নুরুল আমিন, রুহুল আমিন, অলিউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

জেসিআই ও ফিউচার মুরাদনগরের যৌথ উদ্যোগে গঠিত ৬টি বিশেষ মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। এতে স্থানীয় মানুষজন স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।