নারায়ণগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে মৃত্যু: ডাব পাড়তেই শেষ জীবন খোকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তুচ্ছ ডাব পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক খোকা (২৭)। তিনি আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই আক্তার হোসেন ও ছোট ভাই খোকা দুপুরে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আক্তার হোসেন ছুরি দিয়ে খোকাকে বুকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই খোকার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই বড় ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে।সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক আক্তার হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।