খুলনায় অ্যাডভোকেট সাইফুল : দেড় ডজন মামলার আসামি, তবু সোশ্যাল মিডিয়ায় সক্রিয়

খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হামলা ও ভাঙচুরসহ প্রায় ১৮টি মামলা চলছে। প্রতিটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লাইভ ও পোস্ট দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।
আইনজীবী সমিতির ক্যাশ থেকে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত প্রচারণার খরচ সমিতির তহবিল থেকে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত। সর্বশেষ গত ২৮ আগস্ট ৭৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয় তার ও আরও কয়েকজনের বিরুদ্ধে।
এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন সাইফুল ইসলাম। ২০২২ সালের নভেম্বরে হাইকোর্টে বিচারকদের ওপর চাপ প্রয়োগের কারণে আদালত তাকে ভর্ৎসনা করে মন্তব্য করেছিলেন—“আপনি শুধু আইনজীবী সমাজের নন, খুলনারও কলঙ্ক।”
শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার সময় তিনি শর্টগান দিয়ে সাধারণ ছাত্রদের ওপর গুলি চালিয়েছিলেন। তাদের দাবি, দীর্ঘ ১৫ বছরে সাইফুল শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশ বলছে, গ্রেপ্তারের জন্য একাধিক অভিযান চালানো হলেও তিনি প্রতিবারই স্থান পরিবর্তন করে পালিয়ে যাচ্ছেন। তবে তাকে আইনের আওতায় আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আছে।