খুলনায় চোর ধরিয়ে দেয়ায় যুবককে কুপিয়ে গুরুতর আহত

খুলনা প্রতিনিধি :
খুলনার শেখপাড়া লোহাপট্টি এলাকার মোঃ হাবিব শেখকে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, হাবিব শেখ রেলস্টেশনের আশপাশে চুরি হওয়া লোহা ও তামা চোরদের পুলিশের কাছে ধরিয়েছিলেন। সেই বিষয় নিয়ে চোরদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। প্রতিশোধ হিসেবে দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। আঘাত লাগে তার দুই হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জি এবং ডান পায়ের গোড়ালিতে।
খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, হামলায় জড়িতরা আহত যুবকের সঙ্গে একসাথে চলাফেরা করত। পুলিশ হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।