খুলনা সহ হাকিমপুরে আটক ৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

খুলনা জেলা প্রতিনিধি :
ভারতের হাকিমপুরে আটক ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
হস্তান্তরকৃতরা হলেন— খুলনার হারুন (৩০), ময়মনসিংহের জবা সাবিহা (২২), সাতক্ষীরার রুপা রানী (২৮) ও অনাদি রঞ্জন (৪২), কিশোরগঞ্জের জান্নাত বেগম (২৯), নারায়ণগঞ্জের নীপা (৩৯), যশোরের ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী রহিমা খাতুন (২৪)।
বিজিবি জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তরের পর পুলিশ যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে তুলে দেবে।##